গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আজ শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান,ভোরে হঠাৎ করে মোশাররফ হোসেন খানের মুদীর দোকানে আগুন জ্বলতে দেখে পাশের দোকানী রতন মিয়া ।
মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা জসিম উদ্দিন ও রতন মিয়ার মালিকানাধীন আরও দুটি মুদী দোকান আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকানের টিভি, ফ্রিজ,আইপিএস সহ সকল মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।দোকানী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে মোশাররফ হোসেন খানের মুদী দোকানে আগুন লাগে।চারদিকে আগুন ছড়িয়ে পড়লে পাশের আরও দুইটি দোকানে আগুন লাগে।দোকানী মোশাররফ হোসেন বলেন,কি বলবো,কথা বলার শক্তি নাই। সব শেষ আমার। আমার একটা দোকান ছিল।
আগুনে দোকানের সবগুলো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেল।এ সময় ‘আমি এখন কিভাবে বাঁচবো’ বলেই কান্নায় ভেঙে পড়েন মোশাররফ।দোকানী রতন মিয়া বলেন,”এ আগুনের ঘটনায় আমাদের ৩দোকানে থাকা ২টি ফ্রিজ, আইপিএস ও টিভি ও সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ভাবে আগুনে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমান জানা সম্ভব হয়নি।