গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অডিটরিয়ামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসেম, প্রাইম স্টার একাডেমির অধ্যক্ষ মাহতাব উদ্দিন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওসিফুল ইসলাম রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।