শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ওই চালকের নাম বিল¬াল হোসেন (৪৩)। সে ঈশ্বরগঞ্জ জেলার মহিচারণ গ্রামের মৃত ইমাম আলীর ছেলে। রোববার ভোর ৫টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় গিলার চালা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ধানভর্তি ট্রাকেও আগুন ধরে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিয়া রাজ জানান দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে প্রথমে মোটরসাইকেল এবং পরে ট্রাকেও আগুন লাগে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাওনা হাইওয়ে থানার উপ- পরিদর্শক হাদিউল ইসলাম জানান,ভোরে নিহত বিল¬াল বাড়ি থেকে ঢাকা যাচ্ছিল। গড়গড়িয়া মাস্টার বাড়ি অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল পাঠানোর কাজ চলমান।