শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কোরআন খানী, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও ১৬ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মাওনা বাজারে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড. মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রতিবন্ধী ব্যক্তিদের এসব হুইল চেয়ার হস্তান্তর করেন।