সাতক্ষীরার শ্যামনগর ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা মহোৎসব -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৫ টায় শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সাংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, তদন্ত অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী সহ হাজার হাজার ভক্ত বৃন্দ।
শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথযাত্রাটি শুরু হয়ে নকিপুর হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি মন্দিরের উন্নতি কল্পে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্দিরে উন্নতিকল্পে মন্দিরে যাওয়া আসা রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।