সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার সদরপুর বাজারের দর্জি গলিতে দুই মাসের ব্যাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আবারো এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে একটি টেইলার্সের দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশে-পাশের ১৩টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সদরপুর ও ভাংগা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহবুর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে প্রেরণ করে। অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
