সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় সেভ দ্যা চিলড্রেন এর কারিগরী সহযোগিতায় সীমান্তিক মা-মনি এর তত্ত্বাবধানে গত শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পর্যায়ে কভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সভা কক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফরিদ আহামেদ, মেডিকেল কর্মকর্তা ডা. দীপঙ্কর সাহা, মা-মনি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আকমল হোসেন প্রমুখ।
