বিনোদন ডেস্ক : কন্যাসন্তান জন্মের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এই প্রথমবার ক্যামেরার সামনে এলেন। পাপারাজ্জি এবং উপস্থিত সাংবাদিকদের জন্য ছবিও তুললেন দুই তারকা। এছাড়া তাঁদের সংসারে আগত নতুন অতিথির ছবি প্রকাশিত না করার জন্য পাপারাজ্জিদের ধন্যবাদ জানালেন অনুষ্কা।
নতুন বছরের শুরুতেই দুই থেকে তিনজন হয়েছে বিরাট-অনুষ্কার সংসার। ১১ জানুয়ারি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী। এরপর কেটে গিয়েছে ১০দিন। প্রকাশ্যে দেখা যায়নি দুই তারকার কাউকেই। তবে বৃহস্পতিবার চিকিৎসকের কাছে যাওয়ার সময় বিরাট-অনুষ্কা দু’জনেই অপেক্ষারত সাংবাদিক এবং পাপারাজ্জিদের জন্য সময় বের করলেন। ছবিও তুললেন তাঁরা। এদিন বিরাটের পরনে ছিল কালো শার্ট এবং ট্রাউজার। অন্যদিকে, অনুষ্কা পরেছিলেন ডেনিম শার্ট এবং জিন্স।
সূত্র: সংবাদ প্রতিদিন