ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে তার প্রথম সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র সমালোচনা করেছেন। বাইডেনের মেয়াদের শেষ দিনে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের ক্ষমার প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, তিনি নিজেকে এবং তার প্রশাসনের সদস্যদের ক্ষমা করার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেন।
নিজেকে ক্ষমা করিনি, কারণ আমরা কোনো ভুল করিনি,’ ফক্স নিউজের শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন। তিনি আরও উল্লেখ করেন, তার প্রশাসনের অনেকেই ছিলেন ‘অসাধারণ দেশপ্রেমিক’ যারা অযথা কষ্ট সহ্য করেছেন।
ওভাল অফিসে ফেরার অভিজ্ঞতা সম্পর্কে ট্রাম্প বলেন, এটি কঠিন ছিল এবং আমি মনে করি আমাদের এখানে আসার প্রয়োজনই পড়ার কথা ছিল না। ২০২০ সালের নির্বাচন নিয়ে পুনরায় তার দাবিগুলো তুলে ধরে তিনি জানান, যদি সে সময় তার জয় নিশ্চিত হতো, তাহলে বর্তমান সমস্যাগুলো এড়ানো যেত।
তিনি দাবি করেন, আজ আমেরিকায় যে মুদ্রাস্ফীতি, আফগানিস্তান বিপর্যয়, ইসরায়েলের অক্টোবর ৭ হামলা, কিংবা ইউক্রেন যুদ্ধ চলছে, সেগুলো ঘটত না। তবে এসব সমস্যার সমাধান সম্ভব।
অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের হয়তো ‘সাংকচুয়ারি সিটিগুলোর’ জন্য তহবিল বন্ধ করতে হবে। এই শহরগুলোতে থাকা অনেক মানুষও সেগুলোর বিপক্ষে।’
টিকটকের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীনে তৈরি সবকিছু নিয়েই এ ধরনের কথা বলা যেতে পারে। তবে টিকটক থেকে চীন তরুণদের ওপর নজর রাখছে, তা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ?
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় জড়িত প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করার বিষয়টি নিয়েও ট্রাম্প আত্মবিশ্বাসী। তিনি বলেন, তাদের বেশিরভাগই সম্পূর্ণ নির্দোষ ছিলেন।
ট্রাম্প আরও জানান, রিপাবলিকান কংগ্রেসে এখন বেশ ঐক্যবদ্ধ। তিনি বলেন, আমরা আমাদের দেশকে আবারও ঠিক পথে ফিরিয়ে আনতে পারি। যদি এই নির্বাচন আমরা না জিততাম, তাহলে দেশ চিরতরে হারিয়ে যেত।
ঢাকাপ্রতিদিন/এআর