বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে কর্মরত মো. ফয়সাল আহম্মেদ এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার (১৩ জানুয়ারি) রাত আটার দিকে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, নান্দাইল বিয়ারা গ্রামের সরকার বাড়ির দেলোয়ার হোসেন মিলনের ছেলে ইজাজ আহম্মেদ রাফি(২৩) তার দলবল নিয়ে মো. ফয়সাল আহম্মেদ এবং তার বাবার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পরে এ বিষয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জানুয়ারি) রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় মো. ফয়সাল আহম্মদ (২৫) ও তার বাবা নান্দাইল থানাধীন চন্ডীপাশা আলমের দোকানের সামনে আসা মাত্র বিয়ারা গ্রামের সরকার বাড়ির দেলোয়ার হোসেন মিলনের ছেলে ইজাজ আহম্মেদ রাফি ও তার সাঙ্গপাঙ্গসহ পূর্ব শত্রুতার জের ধরিয়া পূর্ব পরিকল্পিতভাবে মো. ফয়সাল আহম্মেদ ও তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
ফায়সাল বিবাদী রাফিকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী রাফি ফায়সালকে এলোপাথারিভাবে কিল-ঘুষি-লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। তখন তার ডাকচিৎকারে আশেপাশে থাকা লোকজন সন্ত্রাসী রাফি গংদের কবল থেকে তাদের রক্ষা করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক পর্যায়ে উপস্থিত লোকজনের সামনেই ফায়সাল ও তার পরিবারের লোকজনকে খুন-গুমের হুমকি-ধমকি প্রদান করেন রাফি।
পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিমদের জখমী অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।