ক্ষমতার অপব্যবহার করে দাফতরিক কাজে বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- পিজিসিবির জুনিয়র সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম ও বরখাস্ত হওয়া সিনিয়র হিসাব সহকারী নুরুল আমিন। গতকাল সোমবার দুদকের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই কর্মকর্তা পিজিসিবিতে কর্মরত থাকা সত্ত্বেও সিবিএ সংগঠন পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের বিভিন্ন মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে দাপ্তরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তারা ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ওই গাড়ি ব্যবহার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের মাধ্যমে কোম্পানির মোট ৩ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে দ্বিতীয় মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে দাফতরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার মাধ্যমে কোম্পানির মোট ৫ লাখ ৪০ হাজার ৯৩০ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুজনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।