রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন বিআরটিসির অপপ্রচারকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা আমি শাকিবের চেয়ে বেশি শিক্ষিত, বলার পর ব্যাখ্যা দিলেন জায়েদ খান কোন খাবারের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় বিআরটিসির অপপ্রচারকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিজয় দিবস সম্মাননা পেলেন ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৪ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৬৩টি যানবাহনে আগুন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত : ফায়ার সার্ভিস এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে : আমু নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় : ওবায়দুল কাদের ফরিদপুরে কয়েকদিনের বৃষ্টিতে পিয়াজ চাষের জমিতে পানি জমায় চাষীদের দু:চিন্তা পটুয়াখালী দশমিনায় অবরোধের পক্ষে ছাত্রদলের মশাল মিছিল ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ১০ বছর পূর্তি ও বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিশু অপহরণ মামলায় আসামি গ্রেফতার জামালপুর ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর দুঃখ প্রকাশ মির্জা ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের দুস্কৃতিকারী ও আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা একযোগে সোচ্চার হোন : তথ্যমন্ত্রী সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর কুয়াকাটায় বিপুল পরিমান নিষিদ্ধ জাল উদ্ধার চট্টগ্রাম নগরে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি জাপা নেতা নিউটনের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলন নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া: কৃষিমন্ত্রী ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী জাসদ মনোনীত ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত

সরকারি গাড়ি ব্যক্তিগত ব্যবহারে আর্থিক ক্ষতি: পাওয়ার গ্রিডের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ২:১০ অপরাহ্ন

ক্ষমতার অপব্যবহার করে দাফতরিক কাজে বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- পিজিসিবির জুনিয়র সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম ও বরখাস্ত হওয়া সিনিয়র হিসাব সহকারী নুরুল আমিন। গতকাল সোমবার দুদকের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই কর্মকর্তা পিজিসিবিতে কর্মরত থাকা সত্ত্বেও সিবিএ সংগঠন পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের বিভিন্ন মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে দাপ্তরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তারা ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ওই গাড়ি ব্যবহার করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের মাধ্যমে কোম্পানির মোট ৩ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে দ্বিতীয় মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে দাফতরিক কাজে বরাদ্দ করা পিজিসিবির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার মাধ্যমে কোম্পানির মোট ৫ লাখ ৪০ হাজার ৯৩০ টাকার আর্থিক ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুজনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


এই বিভাগের আরো খবর