সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৩ পিস ফেনসিডিলসহ শাহাব উদ্দিন বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা সদর কুট্রাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাব উদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি আলমপাড়া গ্রামের মোঃ শাহের আলীর ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার মোঃ মাহবুবুর রহমান বলেন, হাইওয়ে থানার পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ শাহাব উদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।