সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরাইল মুক্ত দিবস পালন হয়েছে। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে গত মঙ্গলবার সকালে একটি র্যালি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাম্মৎ রোকেয়া বেগম, সরাইল থানা ওসি আল মামুন মোহাম্মদ নাজমূল আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মুক্তিযোদ্ধা ইসমত আলী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুলাহ মিয়া, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীর, হাজী ইকবাল হোসেন ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা প্রমুখ।
