সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রয়াত সত্যব্রত দেব স্যারের স্মরণে ‘মানবিক সরাইল’ সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মো.জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক অধ্যাপক ও প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল ও মানবিক সরাইলের দাতা সদস্য কানিজ ফাতেমা স্মৃতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক হোসনা বানু, প্রভাষক মো.হানিফ মিয়া, প্রভাষক মাসুদুর রহমান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য অহিদুজ্জামান লস্কর অপু, আবু শামীম ছানা, মো.শরিফ উদ্দিন ও শিক্ষক বিশ্বজিৎ দাশগুপ্ত প্রমূখ।
