ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ মুন্না’র পক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া নুরনবী জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মুন্না। ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহর লাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মনসুরুল চৌধুরী, স্কুল শিক্ষ শেক হামিদুল ইসলাম, সমাজসেবক কালা মিয়া, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ইউনুছ খাঁন, ২নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক শেখ সফু মিয়া, ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ জিতু, টিটন দাস, স্বপন সরকার প্রমুখ। বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার অবহেলিত শাহজাদাপুর ইউনিয়ন উন্নয়নের জন্য নৌকার পক্ষে শেখ মোঃ মুন্নাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।