শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
যেসব বিষয় রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ব্রয়লার মুরগির দাম কমেছে তবে সবজি পেঁয়াজ-রসুনে অস্বস্তি বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান : প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে ইফতারের সময় রোজাদারের মিলনমেলা খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা আবারো যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির বিএনপি ১০ দফা বাস্তবায়নে রমজানেও আন্দোলনে থাকবে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে চলে বিএনপি : ওবায়দুল কাদের ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪ জন আগামীকাল ‘গণহত্যা দিবস’ ভয়াল ২৫ মার্চ রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল রোজার প্রথম দিনেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান বিচারিক ক্ষমতা হারালেন বগুড়ার সেই জজ দুধ, ডিম ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম উদ্বোধন টাইগারদের ১০ উইকেটের রেকর্ড জয় সবচেয়ে বেশি দামে বিক্রি, ট্রিপল সেঞ্চুরিতে ব্রয়লার মুরগি! পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুক্রবার ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশে এত উন্নয়ন’ যেভাবে আদায় করবেন তারাবিহ নামাজ রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি আগামী শনিবার খোলা থাকবে ব্যাংক পাসপোর্ট অফিসে অনিয়ম বন্ধে আইনজীবীর চিঠি বিদেশে পুতিনকে গ্রেফতারের চেষ্টা হবে রাশিয়ার সাথে ‘যুদ্ধ ঘোষণা’ : মেদভেদেভ মামুন হত্যা মামলার আসামিকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও সহায়তা চায়নি স্বরাষ্ট্র বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী এবার জোড়া উইকেট নিলেন তাসকিন, ধুঁকছে আয়ারল্যান্ড অসুস্থবোধ পরে হোটেল রুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব খান

সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিচার দাবি বিজেসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন

দেশের সর্বোচ্চ আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত বিচার দাবি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর সার্ক ফোয়ারা চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, পুলিশ যেখানে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে উল্টো যদি নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায় তা খুবই অনভিপ্রেত। ব্রডকাস্ট মিডিয়ার সবচেয়ে বড় সংগঠনের নেতারা এমন ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বিভাগীয় শাস্তির দাবি করেন।

এ সময় বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক বলেন, ‘সর্বোচ্চ বিচার প্রাঙ্গণেও সাংবাদিকরা হামলার শিকার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখবো। প্রয়োজনে বিচার দাবিতে আরও কঠোর কর্মসূচি দেবে বিজেসি।’

সংগঠনের সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, ‘সর্বোচ্চ আদালত ঘটনা জানেন, আদালত চাইলে সুয়োমোটো রুল জারি করতে পারেন।’ ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি।

ট্রাস্টি মানষ ঘোষ বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর পুলিশ বাহিনীর বর্বর আচরণ পুরো জাতিকে হতবাক করেছে। যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিজেসি সুরক্ষা বিভাগের প্রধান নির্বাহী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন বলেন, ‘দায়িত্ব পালনের সময় পুলিশের হাত থেকে নারী সংবাদকর্মীরাও রেহাই পায়নি, এটা অত্যন্ত দুঃখজনক।’

রাষ্ট্র যেন সাংবাদিক ও পুলিশ বাহিনীকে মুখোমুখি দাঁড় না করায় সে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের প্রতিবাদই যেন শেষ প্রতিবাদ হয়, সেটাই আশা করে সবাই।’

মানববন্ধনে বিভিন্ন ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর