ময়মনসিংহ অফিস:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহ টউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী হয়। সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রধীপ রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশণার নিরঞ্জন দেবনাথ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহ্ম্মাদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল, শামীমা আক্তার, কাউন্সিলর তাজুল আলম ও ফারজানা ববি কাকলি উপস্থিত ছিলেন।
