‘আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
অনুমোদিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন ‘সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’ এর টেকনাফ উপজেলা কমিটি। গতকাল কক্সবাজার জেলা কমিটি কর্তৃক উক্ত কমিটি অনুমোদন লাভ করে।
অনুমোদিত কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
জেলা কমিটির কর্মকর্তারা প্রগতিশীল আন্দোলন গতিশীল করার লক্ষ্যে সকল অসাম্প্রদায়িক চেতনার সংগঠন ও ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা কামনা এবং সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এক বার্তায় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।
এদিকে এক বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিবাদন জানান কক্সবাজার খবর বিডি পরিবার।
