ক্রীড়া ডেস্ক : সাউদাম্পটন কিছুদিন আগেই লিভারপুল ও আর্সেনালকে হারিয়েছে এবং চেলসির সঙ্গে ড্র করে। অথচ সেই দলটাই কি না, গতকাল মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে একেবারেই অসহায়ের মতো আত্মসমর্পণ করছে। হেরেছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সাউদাম্পটনের সুইস মিডফিল্ডার আলেসান্দ্রে ইয়ানকোভিৎস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এর পর ১৮ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন ওয়ান-বিসাকা। লুক শর ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন র্যাশফোর্ড।
৩৪ মিনিটে ইয়ান বেদনারেকের আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০ তে নিয়ে যায় ম্যানইউ। ৩৯ মিনিট ব্যবধান ৪-০ করেন কাভানি।
৬৯ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোল করেন মার্সিয়াল। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দারুণ গোল করেন ম্যাকটমিনে।
৮৭ মিনিটে পেনাল্টি থেকে সপ্তম গোল করেন ব্রুনো। এরপর ৯০ মিনিটে মার্সিয়াল ব্যক্তিগত দ্বিতীয় এবং অতিরিক্ত সময়ে জেমস আরো দুটি গোল করেন।
এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক ম্যাচ কম খেলে ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে সাউদাম্পটন।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।