সিলেট প্রতিনিধি : বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মহসিনের ওই ভিডিওতে প্রদর্শিত হাসুয়াটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান র্যাবের মুখপাত্র।
সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় মহসিনের বাড়ি। এর আগে রবিবার দিনগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের ওই যুবক। সাকিব ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন উল্লেখ করে এ হুমকি দেয় মহসিন। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।