বিনোদন ডেস্ক : হাস্যোজ্জ্বল কাজলের পরনে লাল রঙের পোশাক। চোখে রোদ চমশা। মাথায় হ্যাট। চোখ-মুখে ঠিকরে পড়ছে আনন্দের আভা। উচ্ছল কাজলকে জড়িয়ে ধরে আছেন তার বর গৌতম কিচলু। তাদের পেছনে স্বচ্ছ নীল জলরাশি। আর তাতেই নেমেছে উদার নীল আকাশ!
একটি স্থিরচিত্রে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কাজল তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ছবিটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে লাইক পড়ে ৪ লাখের বেশি।
সাগরের নিচে প্রথম বিলাসবহুল আবাসিক হোটেল নির্মাণ করেছে মালদ্বীপ। কনরাড মালদ্বীপ রাঙালি নামের একটি দ্বীপে পানির নিচে এই হোটেলটি অবস্থিত। হোটেলটির অবস্থান ভারত মহাসাগরের ১৬ ফুট পানির নিচে। মধুচন্দ্রিমায় সেখানেই গিয়েছেন কাজল-গৌতম।
বীচে বসে তোলা একটি ছবি পোস্ট করে কাজল ক্যাপশন দিয়েছেন—‘সৈকত আমার প্রয়োজন।’ স্বাভাবিকভাবে ধারণা করা যায়, দারুণ সময় উপভোগ করছেন কাজল-গৌতম।