সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জনের অফিস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গোটা জেলায় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
সাতক্ষীরা জেলার ৬ থেকে ১১ মাসের ২৬ হাজার ৫শ ১৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২থেকে ৫৯ মাসের ২ লাখ ২৩ হাজার ৩শ ৪৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের ২০৩১টি কেন্দ্রে ৪০৬২ জন স্বেচ্ছাসেবক ও ৮৩৯ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক কল্যাণ ব্যানাজী, ফারুক মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, ডা. ইকবাল মাহমুদ।
