বিনোদন ডেস্ক: এসময়ের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। যিনি দর্শকেদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক। যা তার ভক্তরা লুফে নিয়েছেন।সম্প্রতি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে চুক্তিবন্ধ হয়েছেন এই অভিনেত্রী
তবে সিনেমার চরিত্র অনুযায়ী তাকে ১০ কেজি ওজন কমানোর নির্দেশ দিয়েছেন পরিচালক। আর এজন্যে সময় পেয়েছেন মাত্র ৩০ দিন। তাই ভারী কোনো খাবার খাচ্ছেন না, শুধু দুধ ও জুস খাচ্ছেন। বলতে গেলে শুধু দুধ আর জুস খেয়েই বেঁচে আছেন সাবিলা।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবিলা নিজেই এসব তথ্য জানান।
সাবিলা বলেন, ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে। আগামী ২৫ দিনের মধ্যে আমাকে ১০ কেজি কমিয়ে ফেলতে হবে।
ছবিটিতে কাজের সুযোগ পাওয়াটা তার অভিনয় জীবনের সবচেয়ে বড় পাওয়া উল্লেখ করে সাবিলা বলেন, আমার কাছে এই ছবিতে যেকোনো চরিত্রই অনেক বড় পাওয়া। তবে যে চরিত্রে আমি কাজ করছি, সেটি অনেক গুরুত্বপূর্ণ।