অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা সেগুফ্তা বখ্ত চৌধুরী আর নেই।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। তিনি বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ বুধবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে সেগুফ্তা বখ্ত চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুর খবর জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘সেগুফ্তা বখ্ত চৌধুরী ছিলেন অত্যন্ত বিচক্ষণ, সৎ ও দক্ষ গভর্নর। তার মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি
