সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬১৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন।