সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. জাকির হোসেনের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ পথ সভা করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোরাপী, সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন শেখ, মুক্তিযোদ্ধা জব্বার হাওলাদার, সমাজ সেবক আবুল কালাম হাওলাদার, আব্দুল জাব্বার ফকির, কাঠালতলী মুজাহিদ পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, আবুল হোসেন শিকদার, আওলাদ শেখ, শাহ আলম ঢালী, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুহিন প্রমুখ। এরপর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জসিম মনজুরের মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্তনা দেন শেখ মো. জাকির হোসেন।
