সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান এই স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ এলাকা থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা সাব-রেজিস্টার রজ্জব আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা সোয়াইব হোসাইন প্রমুখ।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো