সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সহকারী স্যাটেলমেন্ট কর্মকর্তার অফিসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রিন্ট পর্চায় নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণ টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে বীরগাঁও পূর্বপাড়া খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বেশ কয়কটি গ্রামের ভুক্তভোগী লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালেক উদ্দিন, হাজী আব্দুল জব্বার, সজ্জাদুর রহমান, মো. দিলোয়ার হোসেন, আব্দুস ছত্তার প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ সুনামগঞ্জ স্যাটেলমেন্ট অফিসে কিছু অসাধু র্দূনীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা সাধারন জনগনের নিকট হতে প্রতিটি প্রিন্ট পর্চা দেয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত একশত টাকার পরিবর্র্তে দ্বিগুন অর্থ আদায় করছেন বলে অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করে বলেন, সিলেট জোনাল অফিসে যোগাযোগ করেও এই স্যাটেলম্যান অফিস থেকে কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা। অবিলম্বে যাদের নিকট হতে অতিরিক্ত অর্থ নিয়েছেন তা ফিরিয়ে দেয়ার পাশাপাশি বাকি পর্চায় যেন আর কোন অতিরিক্ত অর্থ আদায় করা না হয় সেজন্য সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই সব দুর্নীতিবাজদের দ্রুত অপসারণের দাবি জানান।