সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা যুব মহিলীগের নেতারা।
গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার নেতৃত্বে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী নাদের বখতের সমর্থনে শহরের পুরাতন বাসস্ট্রেশন, ট্রাফিক পয়েন্টে, মধ্যবাজার, পৌর চত্বর সহ বিভিন্ন জায়গাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা যুব মহিলা লীগের সাধারষ সম্পাদক জান্নাত মরিয়ম, সাংগঠনিক সম্পাদক লুৎফা বেগম, সদস্য মিনারা বেগম, লীমা বেগম, রীনা বেগম প্রমুখ।