সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের শ্রীরামকৃষ্ণ আশ্রমসহ পৌর শহরের ২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার মহানবমীতে হাজারো ভক্তরা এবং স্কুল-কলেজের ছেলে- মেয়েরা উপোস থেকে মায়ের চরমে পুষ্পাজ্ঞলী অর্পণ করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর ১২টায় পর্যন্ত ভক্তরা ফুল, বেলপাতা, দূর্ব্বা এবং প্রসাদ নিয়ে মন্দিরে কিংবা র্পূজামন্ডপে গিয়ে পূজারীর মাধ্যমে পূজায় অংশগ্রহন করে মন্ত্রপাঠের মাধ্যমে নিজেদের পাপ মোচনের পাশাপাশি মহামারী করোন ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে মায়ের চরণে ফূল দিয়ে প্রার্থনা করেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ান্দজী মহারাজ প্রমুখ।
