বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন নব গঠিত নির্বাচন কমিশন একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, যথদ্রুত সম্ভব জনগণের অধিকায় আদায়ের সুযোগ করে দেয়া এবং জনগণের ভোটাধিকারের মালিকানা জনগণকে ফিরিয়ে দেয়ার পরিবেশ সৃষ্টি করাই এই কমিশনের দায়িত্ব।
তিনি আজ শনিবার দুপুরে জেলার সদর উপজেলার উপজেলা বিএনপির কাউন্সিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন ছিল ভোটারবিহীন ও নিশিরাতের নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমেই আমরা বুঝতে পারবো তারা কতটুকু শক্তিশালী। নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই তা বলে দেবে। তাদের কার্যাক্রমে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ভবিষ্যত কি হবে। আমরা আশাবাদী অতীত থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন জনগণের পাশে থাকবে।
তিনি জাতিকে একটি স্বচ্ছ ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
ডা: জাহিদ আরো বলেন, বিএনপি সব সময় নির্বাচন কমিশনের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলেই কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে। বিএনপি বিশ্বাস করে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হলে দেশের জনগণ ও বিএনপি নব গঠিত নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, হাজী মো: এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদল সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু প্রমুখ।
সদর উপজেলা কাউন্সিলে সভাপতি, সেক্রেটারীসহ ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে মোট ভোটার ৫৬৮ জন।