ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজর ক্যাম্পাসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ল’ কলেজের উপাধ্যাক্ষ ব্যারিস্টার সৈয়দ রিদওয়ান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষ খন্দকার সামস উদ্দিন মাহমুদ, সঞ্চালনা করেন অধ্যাপক ড. সামস্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যাপক সিনিয়র এডভোকেট মো. জাকির হোসেন, অধ্যাপক এডভোকেট মো. আবু হানিফ, অধ্যাপক মো. আজহারুল ইসলাম, প্রভাষক ব্যারিস্টার মাঈশা নূর, প্রভাষক এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন এবং পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ)। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সেন্ট্রাল ল’ কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।
নবীন বরণ অনুষ্ঠানের প্রশংসা করে সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি কে এম ইমতিয়াজ মামুন এবং সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান পারভেজ এই অনন্য উদ্যোগের জন্য সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষ খন্দকার সামস উদ্দিন মাহমুদ, উপাধ্যাক্ষ ব্যারিস্টার সৈয়দ রিদওয়ান হোসেন’সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে উঠার তাগিদ দেন। সেইসাথে নবীন শিক্ষার্থীদের আইন পড়াশোনার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহ্বান করেন। শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সংগঠনের সেন্ট্রাল ল’ কলেজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।