ফেনী প্রতিনিধি :
ফেনী ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার পরিচালকদের সঙ্গে সোনাগাজী ও ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এর পল্লীচিকিৎসকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ফেনী জহিরিয়া টাওয়ারের রেডিক্স হোটেলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালিক পক্ষ বলেন আমাদের লাভ্যাংশের একাংশ দেওয়া হবে মসজিদ মক্তব ও অসহায়দের কল্যাণে। উপস্থিত থেকে এসব কথা বলেন ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মো. সেলিম ভূইয়া এসব কথা বলেন। তিনি বলেন, ফেনী জেলার কোন গরীব অসহায় রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে অথবা পরিক্ষা করাতে না পারলে তাদের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নেয়ার ঘোষনা দেন। এ ছাড়াও প্রতিবছর তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে দুইজন অসহায় গরীব মেয়ের বিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে ২৫০ জন লোকের কর্মসংস্থান করা হয়েছে। ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার এম এস জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী অধুনিক সদর হাসপাতালের শিশু রোগ বিশেজ্ঞ ডা. শর্মিলা চৌধুরী ডাঃ আদনান আহমেদ ডাঃ জাহিন তারেক বুঝা পরিচালক তপু হাজারী, সৈকত চৌধুরী মার্কেটিং অফিসার ইকবাল হোসেন এ সময় সবাইকে ভালো মন মানসিকতা রেখে ব্যবসা করার অনুরোধ জানান।

আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু
ঢাকা প্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার পর আজ বুধবার থেকে বৃহত্তম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখ লাখ