ফেনী প্রতিনিধি :
ফেনী সোনাগাজী উপজেলা ৬ নং চরছান্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন (লন্ডনী সবুজের) সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল করিম রতন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াজ আজিজ রাজিব সহ সভাপতি কামাল মোরশেদ সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টা, সহ-সভাপতি জামার উদ্দিন, সহ-সভাপতি কামরুল, সহ-সভাপতি রুবেল, যুগ্ম সম্পাদক আরিফ ভুঞা সহ-সম্পাদক শাহাদাত সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বগাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর আলম, এ সময় বক্তব্য জেলা যুবলীগের নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যুবলীগের সব নেতাকর্মীকে সংগঠন পরিচালনা করার জন্য অনুরোধ জানান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য বলেন।
