সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের কোরবান পুর এলাকায় আ’লীগ অফিস পুড়িয়ে দিলো দুস্কৃতিকারীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড় মেঘনা মেঘনা নদীর পাড় এলাকায় গভীর রাতে আথলীগ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে দায়িত্ব থাকা নেতা কর্মীরা সন্ধ্যায় বাড়িতে চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিষয়টি দুঃখজনক। রাতের আধারে আ’লীগ অফিস পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পোড়ানোর খবর পেয়ে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
