সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানসহ প্রায় ৮ লাখ টাকার চোরাই কাঠ সহ কাভার্ডভ্যান আটক করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলার মেঘনা টোল প্লাজার কাছ থেকে কাভার্ডভ্যান ভর্তি চোরাই কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত চোরাই কাঠ সোনারগাঁয়ের ফরেষ্ট চেক স্টেশনে সরকারি হেফাজতে রাখা হয়েছে।
সোনারগাঁও ফরেষ্ট চেক বন বিভাগীয় কর্মকর্তা (সহকারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা) মো. মামুন মিয়া জানান, গোপন সূত্রের মাধ্যমে যানতে পেরেছি, চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যান যার মধ্যে সেগুন কাঠ পাচার করে ঢাকার কোন এক জায়গায় হস্তান্তর হবে।
সংবাদের ভিত্তিতে সোনারগাঁও ফরেষ্ট চেক বন বিভাগ টহল দারি জোরদার করেন। তারপর রাতে ৩টার দিকে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে কাভার্ড ভ্যানটি থামার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান। পরে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বাজার মূল্য ৮ লাখ টাকার সমপরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়। অবৈধ কাঠ পরিবহনের দায় কাঠ বোঝাই কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
