সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে। সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জাহিদ হাসান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ অন্যান্য ছাত্রলীগ নেতারা।