ঢাকা প্রতিদিন অনলাইন || ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি ব্যস্ততা কমিয়েছেন সিনেমায়।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি গাজীপুরের রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। সিনেমা পাড়ার অনেকেই বলছেন, ধীরে ধীরে নাকি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। ’
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় (সিনেমায় অর্থ লগ্নি করা) নাম লেখাতে চান ঢালিউডের ‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা। আর তার প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ।
তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- তা জানাননি মাহি।
কেআর