নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পোশাক কারখানার কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নগরের বন্দর থানা এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন।
গ্রেফতাররা হলেন- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতপুর থানার চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।
ওসি মো. নিজাম উদ্দীন জানান, ধর্ষণের শিকার ওই পোশাককর্মীর বয়স ২৮ বছর। শুক্রবার রাত ৯টায় ওই নারী তার স্বামীর সঙ্গে একটি দোকান খোঁজার জন্য বের হন।
তিনি জানান, রাতে কাস্টম মোড় এলাকায় ৩ যুবক একটি টংয়ের দোকানের ভেতরে নিয়ে গিয়ে স্বামীকে বেঁধে রেখে তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী নারী। গতকাল রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় শনিবার রাতেই বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। গ্রেফতার ৩ আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।