ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর গ্রামের ৪৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলক স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নব নির্মিত এ ফলকের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, জাকের হোসেন নামে এলাকার এক বীর মুক্তিযোদ্ধা এ উদ্যোগ নিয়েছিলেন। পরে এটি বাস্তায়নে স্থানীয় মুক্তিযোদ্ধারা ও মরহুম আনোয়ার উল্ল্যাহ ভূঞার পরিবার ভূমিকা রেখেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলাউদ্দিন নাসিম বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ফুলগাজীর জগতপুর গ্রামের মতো আরেকটি গ্রাম এ দেশে বিরল। এ গ্রামেই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে দেশের জন্য লড়াই করে অবদান রেখেছেন।
এটি নিয়ে গর্ব করা যায়। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন। হানাদার বাহিনীর ফুলগাজী এলাকা দখল করতে বেগ পেতে হয়েছিল। এ অঞ্চলটি হানাদারবাহিনী থেকে সর্বপ্রথম মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। ৬ ডিসেম্বর ফেনী মুক্ত হলেও ফেনীর উত্তরাঞ্চল মুক্ত হয় ২ ডিসেম্বর।
ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, বীর মুক্তিযোদ্ধারা ফলক নির্মাণে আমাদের পরিবারের কাছে ভূমি চেয়েছিল। আমরা আনন্দের সঙ্গে সেই সুযোগ গ্রহণ করেছি। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমাদের পরিবারও কৃতজ্ঞ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবাদ উল্ল্যাহ ভুঞা বলেন, গ্রামের ৪৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ২২ জন জীবিত রয়েছেন। এমন উদ্যোগ বাস্তবায়নে আগামী প্রজন্ম এ জনপদের সূর্য সন্তানদের ব্যাপারে জানতে পারবে।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য সৈয়দ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।