পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলা খলিশাখালী গ্রামে ঐতিহ্যবাহী সৎসঙ্গ বিহার মন্দির ভক্তদের সহায়তায় এর ৫তলা ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০টায় ফিতা কেটে সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন সৎসঙ্গ বিহার মন্দিরের সম্পাদক অমল চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বিহার মন্দির এর সহ-সভাপতি রাম প্রসাদ পাল, নিত্য রঞ্জন ভদ্র, রতন কুমার পাল, যুগ্ম সম্পাদক সমির কর্মকার, সাংগঠনিক সম্পাদক শীবুলাল দাস, দফতর সম্পাদক রঞ্জন কুমার পালসহ শত শত ভক্তরা। ঐতিহ্যবাহী সৎসঙ্গ বিহার মন্দির ভক্তদের সহায়তায় এর ৫তলা ভবনের কাজের উদ্বোধন উপলক্ষ্যে প্রার্থনা এবং বনভোজনের আয়োজন করা হয়। প্রার্থনা এবং বনভোজনে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্তরা অংশগ্রহণ করেন।
