কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কদমতলীর জিয়া নগরের তার ভাড়া করা বাসা থেকে এলাকাবাসী আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়।
অভিযুক্ত সুমন ভোলা জেলার তমিজুদ্দীন থানাধীন মঙ্গল সিকদার গ্রামের বাসিন্দা তার বাবার নাম শাহাবুদ্দিন। মেয়ের মা শামসুন্নাহার জানান, আমার ১২ বছরের মেয়ে মাদ্রাসায় পড়া লেখা করে। মেয়েকে রেখে কাজে যাওয়ার সুযোগে আমার স্বামী মধ্যে মধ্যেই তার গায়ে ও বুকে হাত দিতো। আমি তাকে মেয়ের সঙ্গে আপত্তির অবস্থায়ও দেখেছি একাধিক বার। তাকে বারবার বুঝালেও সে বহুদিন যাবত একই কাজ করে যাচ্ছিলো। পরে আমার এক আত্মীয় ও এলাকাবাসীর মাধ্যমে তাকে পুলিশে দিতে বাধ্য হলাম।
ভুক্তভোগী মেয়ে জান্নাতি (১২) জানান, তার পিতা তাকে মধ্যে মধ্যেই হয়রানি করতো। অনেক বার আপত্তি করার পরও সে শুনেনি। পরে মাকে বললে মা তাকে পুলিশে দিছে। আমি তার বিচার চাই।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুজিত জানান, এলাকাবাসী ৯৯৯ এ কল করে পুলিশ কে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।