পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে মামা শ্বশুর বাড়ি বেড়াতে এসে মো. আব্বাস হাওলাদার (৫৫) গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী শামীম বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। দীর্ঘ এক বছরেও সুবিচার পায়নি নিহতের পরিবার। এদিকে সন্ত্রাসী শামীম বাহিনী মামালা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করছে বাদী সহ তার পরিবারকে। সন্ত্রাসী শামীম বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং আব্বাস হত্যা মামলার সব আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার বাদীতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ মহাসড়কের পাশে মানাববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
গতকাল রোববার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেনÑ নিহত আব্বাসের মা সূর্য বেগম, স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে রেশমা, মাম দেলোয়ার ও রশিদ খলিফা। মানববন্ধন কর্মসূচিতে এলাকার ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আব্বাস হত্যার সব আসামিদের দ্রুত বিচার দাবি করে বলেন এরা এলাকার ত্রাস, এরা এর আগেও অনেক মানুষ খুন করেছে। অন্যের সম্পত্তি লুট ও খুন এদের পেশা ও নেশা। উল্লেখ্য, আব্বার হত্যায় তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৯, তারিখঃ ২৭.৯.১৯ইং। যার জি.আর মামলা নং-৪৩৫/১৯। মামলার ১-৪ নং আসামি মো. শামীম খলিফা (৪০), মো. শামসুল হক গাজী (৪৫), মো. মাহফুজ (৪০) ও নয়ন খলিফা (৩৫) গ্রেফতার হলেও ক্ষমতাও টাকা পয়সার জোরে জামিনে মুক্তি পেয়ে অন্য আসামিদের নিয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি সহ বাদীর মামা বাড়ির অনেকের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
