হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ফরিদ মিয়া (৩৫) নামে এক কাতার প্রবাসির। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার ডাকিজাঙ্গাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নিহত ফরিদ মিয়া একজন কাতার প্রবাসি। সম্প্রতি সে দেশে আসে। দুপুরে সে তার মোটর সাইকেল নিয়ে দেউন্দি এলাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে দেউন্দি মোড়ে পৌছলে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম ওই মোড়ে আইল্যান্ড স্থাপনসহ দোষীদের শাস্তির আওয়াতায় আনার আশ্বাস দিরে অবরোধ প্রত্যাহার করা হয়।