হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ ফিজিও থেরাপীসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই’র ইন্সপেক্টর মাসুদুর রহমানসহ সদর থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজা জানান, হবিগঞ্জ শহরে সদর হাসপাতাল এলাকায় নিউ লাইফ ফিজিওথেরাপী এন্ড রিহেবিলিটেশন সেন্টারকে দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতি, ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও সাইনবোর্ড, ঘষামাজা মূল্যতালিকা প্রদর্শন, ল্যাবটেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা ইত্যাদি অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, শহরের ঘাটিয়া বাজার এলাকায় বাধন ছিট ঘর ও প্রিয় ছিট ঘর নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে গজ মিটার স্কেলের কারসাজি করে কাপড়ে ভোক্তাদের কম দেয়ার অভিযোগে বাধন ছিটঘরকে ৩০ হাজার টাকা ও প্রিয় ছিটঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।