কিশোরগঞ্জ প্রতিনিধি:
হাওরের অপূর্ব সুন্দর রূপোলি জলরাশিতে প্রায়শই ঘটত চাঁদাবাজি, দস্যুতা, সাধারণ জেলেদের মাছ ও জাল কেড়ে নেওয়া এবং গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। সাধারণ জেলে গোষ্ঠিরা ডাকাতদের ভয়ে কোনঠাসা হয়ে থাকত। এমনকি পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত করতে যেত না মানুষজন। র্যাব-১৪ (সিপিসি-২) গোয়েন্দা নজরদারী চালিয়ে এ বিষয়ে অবগত হন।
রোববার ভোরে র্যাব- ১৪ (সিপিসি-২) গোপন সংবাদের ভিত্তিতে হাওরের দুর্ধর্ষ ডাকাত কানা ফারুখকে এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল এলাকায় মানিকজুড়ি বিল হতে আটক করে। এ সময় কানা ফারুখের কাছ থেকে ২টি পাইপগান, ০৪ রাউন্ড কার্তুজ ও ০৫টি রামদা উদ্ধার করা হয়। ডাকাত দলের অন্যান্য সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম. শোভন খান জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ হাওর এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
