হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনারপাড় বাজার থেকে লড়কি নদীর ঘাট হয়ে কৈচাপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাকা রাস্তা ও গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। রোববার সকালে কৈচাপুর ইউনিয়নের জোকাবিলেরকান্দা কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। ৩নং কৈচাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, ৩নং কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল হক মাস্টার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা হুমায়ুন কবীর।
