মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। রবিবার দুপুরে তিনি আজিমপুর মাতৃসদন কেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
টিকা নেওয়ার পর চঞ্চল চৌধুরী ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন, ‘ হাসিমুখে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি। সবাই ভ্যাকসিন নিন এবং সুরক্ষিত থাকুন। খুব সুশৃঙ্খলভাবেই সবাই টিকা নিচ্ছেন। টিকা নিতে সবাই হাসিমুখে ছবিও তুলছেন। দেখে মনে হলো যেন একটা উৎসবের আমেজ চলছে। ’
চঞ্চল আরও বলেন, সবাইকে অনুরোধ করব, আপনারাও করোনার টিকা নিন। ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থাকুন।
সম্প্রতি ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ অভিনয় করে আলোচনায় চলে এসেছেন চঞ্চল। হাতে আছে বেশ কিছু কাজ। এর মধ্যে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং করলেন তিনি। ৫ ফেব্রুয়ারি মুম্বাই থেকে শুটিং করে দেশে এসেছেন এই অভিনেতা।
বঙ্গবন্ধুর বাবার ৪৫ থেকে ৬০ বছর বয়সের চরিত্রটি করছেন তিনি। চঞ্চল জানালেন ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে তার মুম্বাই অংশের কাজ শেষ। বাকি আছে বাংলাদেশ অংশের কাজ।