ডেস্ক রিপোর্ট: পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিমালয়ার মেনজ ফেসওয়াশের বাংলাদেশি শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির সাথে এ ব্যাপারে একটি চুক্তি সম্পাদন করেন।
শুভ বলেন, ‘বর্তমান সময়ে যেকোনো ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজনীয়। হিমালয়ার ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা ভীষণভাবে লক্ষণীয় এবং ত্বকের যত্নে এটাই আমার প্রথম পছন্দ।’
হিমালয়া বাংলাদেশ-এর বিজনেস প্রধান শ্রীকান্ত আইয়ার বলেন, ‘আরিফিন শুভকে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের নতুন ক্যাম্পেইন ‘ড্যাশিং পুরুষের স্ম্যাশিং ফেসওয়াশ’-এর সাথে যাত্রা শুরু করেছেন। আমাদের বিশ্বাস, তার সুবাদে হিমালয়ার মেন ফেসওয়াশ তরুণদের নিত্যদিনের স্টাইল চর্চায় গ্রহণযোগ্য হয়ে উঠবে।’
প্রসঙ্গত, শুভ বর্তমানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘মিশন এক্সট্রিম’ নামে একটি ছবি।