ধনী গরিব নির্বিশেষে” ইফতার হবে মিলেমিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে নান্দাইল এর আয়োজনে ও উপদেষ্টা শাহ্ তোফাজ্জল হক শিব্বিরের সার্বিক সহযোগীতায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৬ মার্চ) সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামের নুরে মদিনা নূরানী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ইয়ামিন,সাধারণ সম্পাদক হৃদয়ে নান্দাইল,যুগ্ম সাধারণ সম্পাদক,সজল শেখ রাজুসহ সাংগঠনিক সম্পাদক তামিম হাসান তুষার, দপ্তর সম্পাদক মুহাম্মদ শরিফ মিয়া,আইন সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান রানা, কৃষি সম্পাদক আরিফুজ্জামান মামুন সহ প্রমুখ।
এসময় উক্ত এতিমখানা ও মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা আতিকুর রহমান সিকদার দোয়া পরিচালনা করেন।